About CEO

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মহসিন উদ্দিন, মজুমদার আই.টি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক। বিগত ১৩ বছর ধরে কম্পিউটার প্রশিক্ষণ এবং সাইবার ক্যাফে এর সাথে জড়িত। সে মাদবরেরচর আর.এম উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি; সরকারি বরহামগঞ্জ কলেজ থেকে এইচ.এস.সি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কে.এম কলেজ, ভাংগা, ফরিদপুর থেকে স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এছাড়াও নুরুল ইসলাম যুব উন্নয়ন সোসাইটি থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স কোর্স সম্পূর্ণ করেছে। এরপর নারায়ণগঞ্জে আই.সি.টি জোন নামক প্রতিষ্ঠান থেকে দীর্ঘ ৪ বছরের কোর্স সম্পূর্ণ করেছে।

স্বল্প পরিসরে ২০১৮ সালের ১১ই ফেব্রুয়ারী মজুমদার আই.টি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠালগ্ন থেকে কম্পিউটার এর অফিস এপ্লিকেশন কোর্স  করিয়ে আসছে। এরপর আস্তে আস্তে নতুন নতুন কোর্স ‍যুক্ত করতে থাকে।

২০২০ সালে ওয়ার্ল্ড আই.টি ফাউন্ডেশন, মিরপুর, ঢাকা কর্তৃক অনুমোদন লাভ করে। যেটি বাংলাদেশ সরকার এর সমাজকল্যান মন্ত্রণালয় অনুমোদিত প্রতিষ্ঠান। বর্তমানে ওয়ার্ল্ড আই.টি ফাউন্ডেশন এর আঞ্চলিক শাখা (কোড: 172) হিসেবে মজুমদার আই.টি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিচিত লাভ করছে।