কার জন্য কোন কোর্স?

কোন কোর্স আপনার জন্য?

আপনি যদি কম্পিউটার জগতে নতুন হয়ে থাকেন এবং কোন কোর্স করবেন তা নিয়ে দ্বিধা-দন্দে আছেন, তাহলে এই পোষ্টটি আপনার জন্য। এখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার জন্য কোন কোর্সটি উর্পযুক্ত হবে। সাধারণত প্রথম অবস্থায় আপনি ৩ মাস মেয়াদী কোর্স করলে আপনার জন্য ভালো হবে। 

জনপ্রিয় ও ৩ মাস মেয়াদী কোর্সসমূহ

☑ সার্টিফিকেট ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড এপ্লিকেশন:- নতুনদের জন্য এটি বেষ্ট কোর্স। যারা নতুন অবস্থায় কম্পিউটার শিখতে আগ্রহী তারা এই কোর্সটি করতে পারে। বিশ্বের প্রায় 95% ছাত্র-ছাত্রী প্রথম অবস্থায় এই কোর্সটি করে থাকে। এই কোর্সে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং সহ অফিসিয়াল সকল কাজ শিখতে পারবে। এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

☑ এডভান্স ওয়েব/ইন্টারনেট ব্রাউজিং:- কারো যদি ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ভারী জ্ঞান লাভ করা প্রয়োজন, তারা ৩ মাস মেয়াদী এই কোর্সটি করতে পারেন। এখানে ইন্টারনেট এর এ থেকে শুরু করে জেড পর্যন্ত সকল বিষয় শেখানো হয়। যেমন:- ইমেইল করা, অনলাইনে ভর্তি বা চাকুরির আবেদন করা, আবেদন করার জন্য ফটোশপের মাধ্যমে স্ক্যান/ছবি রিসাইজ ইত্যাদি করা, অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স, জিডি, ভারতীয় ভিসা, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট এর আবেদন সহ সকল ধরনের অনলাইনের কাজ যা একটি সাইবার ক্যাফে (কম্পিউটার কাজের দোকান) তে করা হয় তার সবকিছুই এই কোর্সে শেখানো হয়ে থাকে। বিস্তারিত জানতে ক্লিক করুন।

☑ এডভান্স এক্সেল:- আমরা জানি যে, মর্ডান অফিসে এক্সেল ব্যাতীত কোন কাজই সঠিকভাবে সম্পাদন করা যায় না। যারা অফিসিয়াল কাজ হালকা-পাতলা পারে কিন্তু এক্সেল ভালোভাবে না জানার কারনে অফিসে বসের অত্যাচার সহ্য করতে হয়, তাদের জন্য এই এডভান্স এক্সেল কোর্সটি প্রযোজ্য হবে। এই কোর্স এক্সেল এর খুঁটিনাটি সকল কাজ, পেজ সেটআপ, ফর্মূলা সহ সকল ধরনের কাজ শেখানো হবে। বিস্তারিত এখানে।

☑ বেসিক হার্ডওয়্যার মেইনটেইন্স:- অনেকেই কম্পিউটারে কাজ করে থাকি কিন্তু এর সঠিক রক্ষণাবেক্ষণ না জানার কারনে টুকটাক সমস্যা হলেই টেকনিশিয়ানের কাছে যেতে হয় । রেগুলার কম্পিউটার ইউজার হলে অবশ্যই কম্পিউটারের রক্ষণাবেক্ষণ, হার্ডওয়্যার, সফটওয়্যার সম্পর্কে ধারনা থাকতে হবে। উইন্ডোজ নষ্ট হলে বা ক্রাশ করলে কিভাবে নতুন উইন্ডোজ দেওয়া যায়, সফটওয়্যার ইনষ্টল-আনইনষ্টল, র্যা ম, হার্ডডিক্স, প্রসেসর, কুলিং ফ্যান, মাদারবোর্ড এর বেসিক ইনষ্টলেশন সহ মেইনটেইন্স এর বিভিন্ন কাজ এই কোর্সে শেখানো হয়। বিস্তারিত এখানে।

☑ ভিডিও এডিটিং ও কন্টেন্ট ক্রিয়েশন:- স্ক্রীন রেকর্ড করে বা ডিজিটাল ক্যামেরায় ভিডিও করে তা বেসিক এডিটিং যেমন- সাউন্ড সংযোজন-বিয়োজন, টেক্স স্ক্রলবার সহ সাধারণ এডিট করে ভিডিও রেডি করে তা ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মাধ্যমে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে এই কোর্সটি দেখতে পারেন। বিস্তারিত এখানে ।

☑ সাব-ইনসপেক্টর নিয়োগ কোর্স:- বাংলাদেশ পুলিশ এর সাব-ইন্সেপেক্টর পদে নিয়োগ পেতে হলে অবশ্যই তাকে কম্পিউটারে দক্ষতা অর্জন করে সার্টিফিকেট গ্রহণ করতে হবে। এই কো্র্সটি তাদের জন্য যারা সাব-ইন্সপেক্টর পদে আবেদন করেছে বা করবে। সবচেয়ে ভালো হয় তারা যদি সার্টিফিকেট ইন কম্পিউটার সায়েন্স এন্ড এপ্লিকেশন কোর্সটি করে। অন্যথায় স্বল্প সময়ের মধ্যে করতে চাইলে এই কোর্সটি করতে পারে। বিস্তারিত এখানে।

৬ মাস মেয়াদী কোর্সসমূহ

☑ সার্টিফিকেট ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড এপ্লিকেশন:- উপরে আমরা এই কোর্স এর ৩ মাস মেয়াদী ভার্সনে আলোচনা করেছি। ঐ একই কাজ কিন্তু এটা ৬ মাস মেয়াদী। এখানে বিস্তারিত সিলেবাস তুলে ধরা আছে। নতুন যারা কম্পিউটার শিখতে চায় এবং পর্যন্ত পরিমাণে সময় আছে, তাদের জন্য এই কোর্সটি বেষ্ট। বিস্তারিত এখানে।

☑ অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর:- সার্টিফিকেট ইন কম্পিউটার সায়েন্স এন্ড এপ্লিকেশন কোর্সের মতই এই কোর্সটি । এখানে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য আলাদা ভাবে তদারকি করা হয়। যারা এই পদে আবেদন করেছে বা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তাদের জন্য এই কোর্সটি। বিস্তারিত এখানে।

☑ ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স:- ৬ মাস মেয়াদী এই কোর্সটি তাদের জন্য যারা ৬ মাসের মধ্যে নিজেকে কম্পিউটারের সকল বিষয়ের উপর দক্ষ করতে চায়। যেমন টাইপ করা, চিঠিপত্র প্রস্তুত, হিসাব-নিকাশ করা, প্রেজেন্টেশন তৈরি করা, ই-মেইল করা, প্রিন্ট করা, ছবির কাজ করা, ফটোশপে কাজ করা, ইলষ্ট্রেটরে কাজ করা, ইন্টারনেট ব্রাউজিং করা। মোটকথা এটি একটি ৬ মাস মেয়াদী ডিপ্লোমা কোর্স। সকল বিষয় সম্পর্কে ধারনা নিয়ে নিজেকে ডিপ্লোমাধারী হিসেবে প্রকাশ করতে পারবেন।

উদাহরণস্বরূপ:- আমরা জানি ৪ বছর কোর্স করে একজন ডাক্তার এমবিবিএস সম্পন্ন করে। আবার ৬ মাস মেয়াদী এলএমএএফ কোর্স করেও একজন পল্লী চিকিৎসক তৈরি হয়। ব্ষিয়টা এমন।

☑ ডিপ্লোমা ইন অফিস এন্ড হার্ডওয়্যার মেইনটেইন্স:- যারা অফিসিয়াল কাজ শিখবে সেই সাথে হাডৃওয়্যার অর্থ্যাৎ কম্পিউটার রক্ষণাবেক্ষণ করবে, উইন্ডোজ নষ্ট হেলে উইন্ডোজ দিবে। সফটওয়্যার ইনষ্টল-আনইনষ্টল-ডাউনলোড ইত্যাদি বিষয় সম্পর্কে ধারনা নিবে তাদের জন্য এই কোর্সটি। বিস্তারিত এখানে।

☑ ডিপ্লোমা ইন অফিস এন্ড গ্রাফিক্স ডিজাইন:- যারা অফিস এবং গ্রাফিক্স ডিজাইন এর উপর ৬ মাসের মধ্যে দ্রুত দক্ষতা অর্জন করতে চায় তাদের জন্য এই কোর্স। বিস্তারিত এখানে।

☑ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন:- যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চায় তাদের জন্য ৬ মাস মেয়াদী এই কোর্স। এই কোর্সে মাইক্রোসফট ওয়ার্ড , ফটোশপ, ইলাষ্ট্রেটর এবং বিভিন্ন প্রাক্ টিক্যাল কাজ যেমন- লোগো তৈরি, ব্যানার তৈরি, ভিজিটিং কার্ড তৈরি ইত্যাদি শেখানো হবে। বিস্তারিত এখানে।

☑ প্রফেশনাল ওয়েব ডিজাইন:- যারা ওয়েবসাইট ডিজাইন করতে চায় তাদের জন্য এই কোর্সটি। এই কোর্সে এইচটিএমএর, সিএসএস, ওয়ার্ডপ্রেস, ওয়োর্ডপ্রেস কাষ্টমাইজ করা সহ ওয়েব ডিজাইনের সকল কাজ শেখানো হবে। সাথে ১ বছরের জন্য ডোমেইন ও ১ জিবি হোষ্টিং ফ্রি দেওয়া হবে।

☑ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন:- যারা এসইও অর্থ্যাৎ সার্চ ইঞ্জি অপটিমাইজেশন শিখতে চায় তাদের জন্য এই কোর্স। এই কোর্সটি করার পূর্বে অবশ্যই অফিস এপ্লিকেশন জানা থাকতে হবে। বিস্তারিত এখানে।

☑ প্রফেশনাল অফিস ম্যানেজমেন্ট:- যারা একটি অফিস ম্যানেজমেন্ট করার মত দক্ষতা অর্জন করতে চায় তাদের জন্য এই কোর্স । টাইপ, হিসাব-নিকাশ, প্রিন্ট, এডিটিং থেকে শুরু করে ইন্টারনেট ব্রাউজিং পর্যন্ত এই কোর্সে রয়েছে। বিস্তারিত এখানে।

☑ প্রফেশনাল ইন্টার্ণশীপ কোর্স:- ইন্টার্ণশীপ। অথ্যাৎ হাতে-কলমে প্রাক্টিক্যালি কাজ শেখার জন্য এই কোর্সটি করতে পারে। আমাদের সাথে থেকে আমাদের নিজস্ব সাইবার ক্যাফে (কম্পিউটার কাজের দোকান) তে প্রাক্টিক্যালি কাজ করতে পারবে। যেমন কাষ্টমার কাগজ নিয়ে আসবে সেটা টাইপ করে দিতে হবে। কাষ্টমার অনলাইনে আবেদন করতে আসবে, ফটোকপি করতে আসবে, ছবি প্রিন্ট করতে আসবে এরকম বিভিন্ন কাজ করতে আসবে তখন আমাদের সাথে থেকে হাতে-কলমে কাজ শিখতে পারবে। এই কোর্সটি ৬ মাস ও ১ বছর মেয়দী হয়ে থাকে। বিস্তারিত এখানে

স্বল্পমেয়াদী কোর্সসমূহ

☑ শর্ট কোর্স অন অফিস এপ্লিকেশন:- যারা অল্প সময়ে টাইপিং করতে চায় বা পূর্বে কম্পিউটার কোর্স করেছে কিন্তু ভুলে গেছে তাদের জন্য এই কোর্সটি। এই কোর্সটি ১৫ দিন বা ১ মাসে শেষ হয়ে থাকে। বিস্তারিত এখানে।

☑ কম্পিউটার সার্টিফিকেট এক্সাম:-

☑ টাইপিং প্রাকটিস্:-

☑ প্রাকটিক্যাল ওয়ার্ক:-

উপরে সকল কোর্সে বিস্তারিত ভাবে বর্ণনা করা আছে। এরপরেও যদি কোন কিছু জানার থাকে তাহলে বিনা সংকোচে আমাদেরকে 01783302454 নাম্বারে ফোন করতে পারেন।