ফি পরিশোধের নিয়ম – Fee Payment Rules

ফি পরিশোধের নিয়ম / পদ্ধতি

যেকোন কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাকে ফি এর ৫০% প্রথমে পরিশোধ করতে হবে। 


বাকী টাকা পরিশোধের নিয়ম:-

৩ মাসের কোর্সের জন্য:- ৩০-৪৫ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। 

৬ মাসের কোর্সের জন্য:- ৩০-৪৫ দিনের মধ্যে বকেয়া কোর্স ফি এর অর্ধেক এবং ৬০-৭৫ দিনের মধ্যে বকেয়া কোর্স ফি এর পুরোটা পরিশোধ করতে হবে। 

(উদাহরণস্বরূপ:- মনে করুন, আপনি ০১/০১/২০২৪ ইং তারিখে ৬ মাস কোর্সের জন্য ভর্তি হলেন এবং আপনার কোর্স ফি ৫০০ টাকা। তাহলে ভর্তির সময় আপনাকে ২৫০ টাকা দিয়ে ভর্তি হতে হবে। বাকী ২৫০ টাকা ০১/০২/২০২৪ ইং তারিখ থেকে ১৫/০২/২০২৪ ইং তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। এরপরে ০১/০৩/২০২৪ ইং তারিখ থেকে ১৫/০৩/২০২৪ ইং তারিখের মধ্যে বাকী ২৫০ টাকা পরিশোধ করার মাধ্যমে সম্পূর্ণ কোর্স ফি পরিশোধ করে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। )

বি. দ্র:- উপরোক্ত ফি পরিশোধের নিয়ম যে কোর্সে সপ্তাহে ৬ দিন তার জন্য প্রযোজ্য। সপ্তাহে ৩ দিন ক্লাসের কোর্সের ক্ষেত্রে উপরোক্ত সকল সময় দ্বিগুন হবে।